১০ লাখ টাকা যৌতুক চেয়েছিলেন। তা না পেয়ে স্ত্রী লাকী আক্তারকে মারধর করেন তার স্বামী সাদ্দাম হোসেন। এক পর্যায়ে ঘর থেকে বের করে দেওয়া হয়। এমন অপরাধের জন্য সাদ্দাম হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের সাজা দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যান দমন ট্রাইব্যুাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর) নিখিল কুমার নাথ আজাদীকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুরো বিচার প্রক্রিয়ায় আদালত ৩ জন সাক্ষীর মধ্য থেকে ২ জনের সাক্ষগ্রহণ করা হয়।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি দাবিকৃত ১০ লাখ টাকা যৌতুক না পেয়ে লাকী আক্তারকে মারধর করেন তার স্বামী সাদ্দাম হোসেন। লাকীকে ঘর থেকে বের করে দেন তিনি। এ ঘটনায় লাকী আক্তার বাদী হয়ে আদালতে একটি মামলা করেন। আদালতের নির্দেশে একজন ম্যাজিস্ট্রেট ঘটনাটি তদন্ত করেন এবং ঘটনার বছরের ৩ অক্টোবর প্রতিবেদন দাখিল করেন। পরের বছরের ৯ আগস্ট তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে সাদ্দাম হোসেনের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। সাদ্দাম রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।