১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর দৈনিক আজাদীর পথচলা শুরু। হাঁটি হাঁটি পা পা করে দৈনিক আজাদী আজ ৬৩ বছরে উপনীত। জন্মলগ্ন থেকে চট্টগ্রামসহ দেশের মানুষের হৃদয়ে স্থান করে নেয় এ পত্রিকা। দৈনিক আজাদী আমারও খুবই প্রিয় পত্রিকা। কোন দিন অন্যান্য পত্রিকা পড়েও যদি দৈনিক আজাদী পড়া না হয়, তাতে আমার অতৃপ্তি থেকে যায়। দৈনিক আজাদীর বিভিন্ন বিভাগ যেমন- ‘সুখে- দুখে ফেসবুক’, ‘চিঠিপত্র’, ‘কৌতুক কণিকা’, ‘এই দিনে’, ‘তথ্য কণিকা’, ‘উপ- সম্পাদকীয়’, ‘খেলার পাতা’ ইত্যাদি খুবই ভালে লাগে। তথ্যনিভর বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনে আজাদী সবার অগ্রগামী। প্রিয় পত্রিকা আজাদীর এ শুভ জন্মদিনে একরাশ প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি দৈনিক আজাদীর উত্তরোত্তর সাফল্য কামনা করি।