চট্টগ্রাম শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হলে স্বাধীন সাংস্কৃতিক একাডেমির উদ্যোগে ‘মুক্তিযুদ্ধ রণাঙ্গনের সেই সব দিনগুলি ও মুক্তির ছড়া-কবিতা পাঠ’ গত ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লেখক-দর্শকের মুখোমুখি হয়ে জাতির বীর সন্তান বীর মুক্তিযোদ্ধারা বলেন, পশ্চিমা শাসকদের শোষণ বঞ্চনা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাঙালির ন্যায্য অধিকার আদায়ের জন্য ১৯৭১ সালে সর্বস্তরের লক্ষ লক্ষ বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। ৩জন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন বিভীষিকাময় দিনগুলোর স্মৃতিচারণ করার সময় দর্শকশ্রোতা মন্ত্রমুগ্ধের মতো শুনেন। কবি জহিরুদ্দীন মুহাম্মদ ইমরুল কায়েসের সভাপতিত্বে রণাঙ্গনের দিনগুলির কিছু অংশ তুলে ধরেন ডা. মাহফুজুর রহমান, শাহাব উদ্দিন আহমেদ, মহিউদ্দিন শাহ আলম নিপু। মো. সাহাব উদ্দীন হাসান বাবুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, মোহাম্মদ আলী, শুভেচ্ছা বক্তব্য দেন, অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, মোহাম্মদ আনোয়ার হোসেন। এর আগে মুক্তিযুদ্ধের ছড়া-কবিতা পাঠ করেন এমরান চৌধুরী, জিন্নাহ্ চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, জসীম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, ইফতেখার মারুফ, নাসরিন সুলতানা খানম, প্রদ্যোৎ কুমার বড়ুয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন সামসুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।











