ভোরের নতুন আলোয় উঠেছে খুশির জোয়ার
সুদীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে রচিত হলো
এক নতুন ইতিহাস
নয় মাসের কালো আঁধার ঠেলে ফের উঠেছে নতুন সূর্য
চলো সবাই বিজয় মিছিলে চলো।
আজ আমি মুক্ত, খোলা আকাশে বিহঙ্গের মত উড়ছি
আজ আমি স্বাধীন বীর বাঙালি হয়ে বাঁচি।
বিজয়ের নতুন আহ্বানে গেয়েছি নতুন গান
এই বাংলাই আমার প্রাণ,এই বাংলায় আমার গান।
রাত্রির অন্ধকারে আজ মুক্তির সমাবেশে
দাবিয়ে রাখতে পারে নি ওরা আমাদের
ছিনিয়ে এনেছি এই দেশ লাখো শহীদের রক্তের বিনিময়ে
ভুলোনা কখনো তোমরা আমাদের এই স্বাধীনতা।