স্বাধীনতা

শর্মি বড়ুয়া | রবিবার , ২৬ মার্চ, ২০২৩ at ৪:৫০ পূর্বাহ্ণ

স্বাধীনতা মানে

আড়ালে মায়ের চোখের জল।

স্বাধীনতা মানে

ভাইয়ের বুকের রক্ত ঝরে অবিরল।

স্বাধীনতা মানে

হাজারো ধর্ষিত নারী।

স্বাধীনতা মানে

দস্যুরা কত প্রাণ যে নিলো কারী।

স্বাধীনতা মানে

হারানো ত্রিশ লক্ষ প্রাণ।

স্বাধীনতা মানে

মুক্তির জয়গান।