স্বাধীনতা স্তম্ভের ওপর গেরুয়া পতাকা : গ্রেপ্তার দুই যুবকের জামিন নামঞ্জুর

| রবিবার , ৩ নভেম্বর, ২০২৪ at ৮:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের ওপর গেরুয়া পতাকা তুলে দেশের জাতীয় পতাকার অবমাননার অভিযোগে গ্রেপ্তার দুই যুবকের জামিন নামঞ্জুর করেছে আদালত।

আজ রোববার চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিক এ আদেশ দেন। এর আগে দুই যুবকের পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। গত ৩০ অক্টোবর নগরীর সদরঘাট এলাকা থেকে রাজেশ ও হৃদয় নামের ওই দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

এর মধ্যে রাজেশ আলকরণ দোভাষ কলোনির মৃত শ্যামল চৌধুরীর ছেলে ও হৃদয় একই এলাকার অমল দাশের ছেলে।

দুই যুবকের আইনজীবী সুভাশিষ শর্মা দৈনিক আজাদীকে বলেন, দুই যুবকের পক্ষে আমরা জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করেন।

পুলিশ সূত্র জানায়, গত আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিউ মার্কেট মোড়ে স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকা উত্তোলন করে ছাত্র জনতা। একটি ভিডিওতে দেখা যায়, গত শুক্রবার কয়েকজন যুবক নিউ মার্কেট মোড়ের স্বাধীনতার স্তম্ভে জাতীয় পতাকার ওপরে গেরুয়া রঙের একটি পতাকা টাঙিয়ে দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা বিতর্ক সৃষ্টি হয়।

পূর্ববর্তী নিবন্ধউপযুক্ত শিক্ষার কারণে আমরা ক্রমশই পিছিয়ে পড়ছি-উপদেষ্টা ফারুক-ই-আযম
পরবর্তী নিবন্ধযৌন হেনস্থার অভিযোগে চবিতে ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার