জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এএইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরো জীবন দিতে প্রস্তুত থাকতে হবে। বাংলাদেশের সকল ধর্মের মানুষদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই। সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে নতুন প্রজন্ম নতুন স্বাধীনতা উদযাপন করবে।
তিনি গতকাল মহেশখালীতে বিভিন্ন জায়গায় পথসভা ও জনসংযোগকালে এসব কথা বলেন। দীর্ঘ ১২ বছর পর গতকাল কক্সবাজার থেকে গাড়ি বহর নিয়ে মহেশখালী পৌঁছালে বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে তিনি মহেশখালীর প্রধান সড়ক হয়ে মাতারবাড়ি রাজঘাটে এক পথ সভায় মিলিত হন।
সভায় তিনি বলেন, মেগা প্রকল্পের নামে শত শত কোটি টাকা লোপাট করে মাতারবাড়ির মানুষকে পথে বসিয়েছে পালিয়ে যাওয়া লুটেরা সরকারের এমপি মন্ত্রীরা। লুটেরারা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য জনগণকে সজাগ থাকতে হবে।
হামিদুর রহমান আযাদ পথসভা শেষে কালারমার ছড়ার সাবেক চেয়ারম্যান জাবের আহমদ চৌধুরীর কবর জিয়ারত করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ তানবির ছিদ্দিকির কবর জিয়ারত করেন ও তার পরিবারে জামায়াত ইসলামির পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। পরে তিনি মহেশখালীর গোরকঘাটা–জনতা বাজার প্রধান সড়ক হয়ে কালারমারছড়া বাজার, হোয়ানক টাইম বাজার, বড় মহেশখালী নতুন বাজার, মহেশখালী পৌরসভার চৌরাস্তা মোড়, ছোট মহেশখালী লম্বাঘোনা ও শাপলাপুর বাজারে জনসভায় বক্তব্য প্রদান করেন।
গতকাল হামিদুর রহমান আযাদের সাথে ছিলেন জামায়াতের কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ নুর আহমেদ আনোয়ারী, অধ্যক্ষ আবুতাহের চৌধুরী, জাকের হোছাইন, গোলাম কবির, নুরুল ইসলাম, কামরুল হাছান, রফিকুল ইসলাম, আজিজুল হক প্রমুখ।