স্বাধীনতা মানে, একাত্তরের সেই সংগ্রাম।
স্বাধীনতা মানে, ৩০ লক্ষ বাঙালির প্রাণ।
স্বাধীনতা মানে, বঙ্গবন্ধুর, মুক্তিযুদ্ধে রাখা অবদান।
স্বাধীনতা মানে, বাঙালির মুখে, ‘জয় বাংলা’ স্লোগান
স্বাধীনতা মানে, নতুন করে ওঠা, স্বাধীনতার সূর্যটা
স্বাধীনতা মানে, উত্তোলন করা স্বাধীন বাংলার পতাকা।