স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের মানববন্ধন

| শুক্রবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩২ পূর্বাহ্ণ

অগ্রণী ব্যাংক লিমিটেড সিলেট হরিপুর গ্যাস ফিল্ড শাখার কর্মকর্তা শেখ মওদুদ আহমদ হত্যার প্রতিবাদে রূপালী ব্যাংক লিমিটেড স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ চট্টগ্রাম আঞ্চলিক শাখার কর্মকর্তা ও কর্মচারীগণ মানববন্ধন করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় ও আর নিজাম রোডস্থ রূপালী ব্যাংক টাওয়ারের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। রূপালী ব্যাংক লিমিটেড স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি আবু সাঈদ মাহমুদ রণীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় প্রধান (জিএম) মো. ওয়াহিদুল ইসলাম। এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আগ্রাবাদ কর্পোরেট শাখার ডিজিএম শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের ডিজিএম এস এম বুরহান উদ্দিন, ও আর নিজাম রোড কর্পোরেট শাখার ডিজিএম মো. নিজাম উদ্দিন, সহ-সভাপতি রাশেদ জাহান, যুগ্ম সম্পাদক মো. মামুন, রুবেল কুমার দাস, সবুজ দাস, মো. আব্দুল মান্নান, মো. নূর হোসেন, শুভাশীষ দাস প্রমুখ।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ব্যাংকার শেখ মওদুদ আহমদ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে হত্যা করে। অবিলম্বে দোষীদের কঠোর শাস্তি দিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণ শিক্ষাবিদ অনন্ত বিহারী খীসার মৃত্যু
পরবর্তী নিবন্ধজাফরাবাদ ফাজিল মাদরাসার মাহফিল