স্বাধীনতা বিরোধী অপশক্তির অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে

পটিয়া তথ্য অফিসের নারী সমাবেশে হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৫ অক্টোবর, ২০২৩ at ৫:১২ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ, স্মার্ট বাংলাদেশ, সরকারের অর্জিত সাফল্য ও উন্নয়ন পরিকল্পনা, জঙ্গিবাদ ও ডেঙ্গু প্রতিরোধসহ বিভিন্ন কর্মসূচির আওতায় পটিয়া তথ্য অফিসের ব্যবস্থাপনায় পটিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি।

গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আইয়ুব বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, সহকারী তথ্য কর্মকর্তা উজ্জ্বল শীল, প্রধান শিক্ষক আবদুল আজিজ, দিলুযারা বেগম, কাউন্সিলর গিয়াস উদ্দিন আজাদ, বুলবুল আকতার, সেলিনা আকতার, জুলেখা বেগম, নয়ন বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথি বলেন, গুজব ছড়িয়ে কোন লাভ হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত সাড়ে ১৪ বছর এদেশে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃকালীন ভাতাসহ বিভিন্ন রকমের ভাতা প্রচলন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি বাংলাদেশকে প্রথমে উন্নয়নশীল দেশ, পরে ডিজিটাল বাংলাদেশ আর এখন স্মার্ট বাংলাদেশ বির্নিমান করে যাচ্ছেন। বিএনপি জামাত জোট সরকারের আমলে যেভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসের উত্থান হয়েছিল তা শেখ হাসিনার সরকার শক্তহাতে মোকাবেলা করে বাংলাদেশকে জঙ্গিমুক্ত করেছে। তিনি দেশের চলমান উন্নয়ন ধারা অব্যাহত রাখার জন্য আসন্ন নির্বাচনে আবারো নৌকাকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে এতিমখানার ছাত্রদের মাঝে পোশাক ও শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধটেক্সি নিয়ে পালানোর সময় চোরকে গণপিটুনি