গভীর ষড়যন্ত্র চলছে। স্বাধীনতা বিরোধীদের এই ষড়যন্ত্র রুখতে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার দক্ষিণ রাউজানের নোয়াপাড়া পথেরহাটে ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে জাতীয় শোক দিবসের সমাবেশ ও দশ হাজার মানুষের মেজবান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম ফজলে করিম চৌধুরী এমপি এই আহ্বান জানান। তিনি বলেন, আমি ৯৬ সালে রাজনীতিতে যখন যোগ দিয়েছি তখন আমি পেয়েছিলাম বিধ্বস্ত রাউজান। তখন অধিকাংশ এলাকায় ছিল না বিদ্যুৎ, স্বাস্থ্য সেবাদান কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান সমূহ ছিল জরাজীর্ণ। আমাদের বিধ্বস্ত রাউজানকে সমৃদ্ধ রাউজানে পরিণত করতে আমাকে বিগত আড়াই যুগ নিরলসভাবে কাজ করতে হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এএইচ এম মহসিন। সাধারণ সম্পাদক চেয়ারম্যান বাবুল মিয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগ নেতা ইউনুচ গণি চৌধুরী, মঞ্জুরুল আলম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন চৌধুরী। মঞ্চে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, কামরুল হাসান বাহদুর, বশির উদ্দিন খান, ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, নোয়াপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ভুপেষ বড়ুয়া, আব্বাস উদ্দিন আহমেদ, সাহাবুদ্দিন আরিফ, বিএম জসিম উদ্দিন হিরু, মোহাম্মদ রোকন উদ্দিন, রবিন্দ্র লাল চৌধুরী, জাফর আহমদ, মঞ্জুর হোসেন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আরিফুল আলম, শফিউল আলম, জিয়াউল হক সুমন, জাহাঙ্গীর আলম, প্রকাশ সরকার, শুভময় দাশ রাজু, সুমন দে, ম্যালকম চক্রবর্তী, উৎপল মহাজন অরুন, যুবলীগ নেতা আবু জাফর মোহাম্মদ রাশেদসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ।