স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন করা হবে নবনির্মিত স্মৃতিসৌধে

সিএমপির রুটম্যাপ নির্ধারণ

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৫ মার্চ, ২০২৪ at ৬:১১ পূর্বাহ্ণ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আগামীকাল ২৬ মার্চ আকবরশাহ থানাধীন জাকিরনগর এলাকায় (ডিসি পার্কের দক্ষিণ পাশে) নবনির্মিত স্মৃতিসৌধে সূর্যোদয়ের সাথে সাথে সর্বস্তরের জনসাধারণ শ্রদ্ধা নিবেদন করবেন। সর্বসাধারণের স্মৃতিসৌধে গমনাগমনের জন্য সিএমপির ট্রাফিক পশ্চিম বিভাগ রুটম্যাপ নির্ধারণ করেছে।

রুটম্যাপ অনুযায়ী, জাকির হোসেন রোডআকবর শাহ মোড়পাহাড়তলী থানা মোড়সাগরিকা স্টেডিয়ামগোল চত্বররানী রাসমনি ঘাটওয়াই জংশন হয়ে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ রুটটি নির্ধারণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সর্বসাধারণের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ভোর ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত আউটার রিং রোড (ফৌজদারহাট থেকে পতেঙ্গা) ভারী যানবাহন (লং ভেহিকেল, কাভার্ড ভ্যান ও ট্রাক) চলাচল না করার জন্য সিএমপির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

বিকল্প রুট হিসেবে পোর্ট কানেকটিং রোড (ফৌজদারহাটএকে খান মোড়অলংকারবড়পুলনিমতলা) ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে। ভিআইপিদের গাড়ি পার্কিংয়ের জন্য স্মৃতিসৌধের পাশে পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। মূল সড়কে গাড়ি পার্কিং না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদুই কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এক কৃষকের আবেদন
পরবর্তী নিবন্ধভয়াল কালরাত আজ, গণহত্যা দিবস