আমাকে তুমি বল আরো কত রক্ত দিতে হবে
আরো কত প্রাণ তুমি চাও বল
হে স্বাধীনতা, তুমি কেন এসে আসনি
কত গুলি মারতে চাও মার আমার বুকে
মৌমাছির বাসার মতো হয়ে যাক এই প্রাণ
রক্ত ঝরুক আবার রাজপথে
ঢাকার শহীদ মিনার থেকে তেতুলিয়া
সব ভরে উঠুক লাল রক্তে
নাফ নদী থেকে পদ্মা, মেঘনা যমুনা কুশিয়ারা
ফাল্গুনের দিনগুলো ভরে উঠুক রক্তে রাঙা কৃষ্ণচুড়ার রঙে
বরিশাল থেকে সিলেট, কুমিল্লা, ব্রাক্ষণবাড়িয়া, চট্টগ্রাম
সব সড়ক, মহা সড়ক ভরে যাক রক্তে
তবুও স্বাধীনতা চাই রক্তের বিনিময়ে।
জি.ই.সির মোড় থেকে শাহবাগ চত্বর
ভরে গেছে আমার ভাইবোনের রক্তে
আরও গুলি মার আমার বুকে
ভরে রাখ সব জেলখানা, আদালত, মহা আদালত
তবুও স্বাধীনতা চাই ।
ফ্যাসিষ্ট বুর্জোয়া রক্ত চোষা শাসিত সরকার আর নয়
মারতে হলে মার আমাকে, কত আর মারবে
১৮ কোটি জনতা অস্ত্র হাতে এখনও নেয়নি
শুধু শান্তির পায়রা উড়াবে বলে,
অপেক্ষায় আছি হে স্বাধীনতা শুধু তোমার জন্য
আসো তুমি হাসি মুখে বাংলার প্রতিটি মানুষের অন্তরে ।