স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে মাস্টারদা অমর অক্ষয় নাম

স্মরণসভায় বক্তাদের অভিমত

আজাদী ডেস্ক | শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ১০:১৮ পূর্বাহ্ণ

নানা আয়োজনে পালিত হয়েছে বিপ্লবী বীর মাস্টারদা সূর্যসেনের ৯০ তম ফাঁসি দিবস। এ উপলক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে সূর্য সেনের আবক্ষ প্রতিকৃতিতে শ্রদ্ধা ও স্মরণসভার আয়োজন করা হয়।

বাসদ : ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের ৯০ তম ফাঁসি দিবসে গতকাল সকাল ৯ টায় নগরীর জেএমসেন হল প্রাঙ্গণে সূর্যসেনের আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা শাখা। এসময় উপস্থিত ছিলেন, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য সচিব শফিউদ্দিন কবির আবিদ, জেলা কমিটির সদস্য আসমা আক্তার, জাহেদুন্নবী কনক, ছাত্রনেতা পুষ্পিতা নাথ, মন্দিরা বিশ্বাস প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, সূর্যসেন লড়েছিলেন বৃটিশ সাম্রাজ্যবাদী শৃঙ্খলে পরাধীন ভারতের স্বাধীনতা ও শোষণমুক্তির লক্ষ্যে। আজ ব্রিটিশ ও পাকিস্তানী শাসন নেই, কিন্তু শোষণের অবসান ঘটেনি। দেশে গত ৫২ বছরের পুঁজিবাদী শোষণে বৈষম্যবঞ্চনা বাড়ছে। সাম্রাজ্যবাদীদের সাথে অসম শর্তে দেশের সম্পদ তুলে দেওয়া হচ্ছে। সূর্যসেনের জীবন ও সংগ্রাম বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আজো পথ দেখায়।

নেতৃবৃন্দ আরো বলেন, চট্টগ্রামে সূর্যসেন বিপ্লবী অভ্যুত্থান সংঘটিত করেছিলেন। অথচ চট্টগ্রামে সূর্যসেনসহ বিপ্লবীদের স্মৃতিজড়িত স্থান সংরক্ষণ ও সে গৌরবজনক ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরার কোন রাষ্ট্রীয় আয়োজন নেই। অবিলম্বে চট্টগ্রামে সূর্যসেন স্মৃতি জাদুঘর স্থাপন ও প্রীতিলতা, তারকেশ্বর দস্তিদারসহ বিপ্লবীদের স্মৃতি সংরক্ষণের রাষ্ট্রীয় উদ্যোগ নিতে দাবি জানাই।

মুক্তিযুদ্ধের প্রজন্ম : বিপ্লবী বীর মাস্টার দা সূর্যসেনের ৯০ তম ফাঁসি দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের প্রজন্মবৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে স্মরণসভা গতকাল শুক্রবার বিকেলে সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে নগরীর আন্দরকিল্লাস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। বক্তব্য রাখেন সহসভাপতি কামাল উদ্দিন, রাজীব চন্দ, আশেক মাহমুদ মামুন, যুগ্ম সম্পাদক ইমরান মুন্না, মুস্তাফিজুর রহমান বিপ্লব, মাহি আল জিসা, ইলিয়াস হায়দার, সম্পাদক মন্ডলীর সদস্য নবী হোসেন সালাউদ্দিন, এম এ খালেক, রায়হান উদ্দিন, এস এম রাফি, খোরশেদ আলম হিরু, কোহিনুর আকতার মুন্নী, সুমন দাশ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ সূর্যসেন অমর অক্ষয় নাম। অবিভক্ত বাংলার মুক্তির বিপ্লবের ইতিহাসে আজও তিনি মৃত্যুঞ্জয়ী বীর। স্বাধীনতা অর্জনে নিজের জীবনকে উৎসর্গ করা এবং স্বাধীনতার জন্য অন্যদের সংগঠিত করে স্বাধীনতার জন্য সশস্ত্র প্রতিরোধের ইতিহাসে অনন্য নাম সূর্য সেন।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত বলেছেন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে একই সুত্রে গাঁথা। বিপ্লবীদের দেখানো পথ ধরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে সশস্ত্র রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশ লাভ করি। তিনি স্বাধীনতা সংগ্রামে ব্রিটিশের ফাঁসির মঞ্চে আত্মবলীদানকারী অকুতোভয় বিপ্লবী মাস্টার দা সূর্য সেনসহ অপরাপর বিপ্লবীদের গৌরবগাঁথা স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়াসে মাস্টার দা’র ফাঁসি দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের কাছে দাবি জানান।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের পুরোধা মাস্টার দা সূর্য সেনের ৯১তম ফাঁসি দিবসে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদচট্টগ্রাম আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

গতকাল সকালে জেএম সেন হল প্রাঙ্গণে চট্টগ্রাম উত্তর জেলা ঐক্য পরিষদ নেতা লায়ন রিমন মুহুরীর সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দি চিটাগং এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য ইন্দু নন্দন দত্ত, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক নারায়ন চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদচট্টগ্রাম জেলার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সহসভাপতি বিপুল কান্তি দত্ত, যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, কোষাধ্যক্ষ দীপক তালুকদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদচট্টগ্রাম মহানগরের সহসভাপতি দীপংকর চৌধুরী কাজল, সহসভাপতি ডা. তপন দাশ,

যুগ্মসাধারণ সম্পাদক ডা. বিধান মিত্র, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদচট্টগ্রাম মহানগরের সদস্য সচিব অধ্যাপক শিপুল কুমার দে, নারী নেত্রী সুচিত্রা গুহ টুম্পা, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদচট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক সীমান্ত দত্ত ঋজু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদপটিয়া উপজেলার সভাপতি শিক্ষক রূপক শীল, বিপ্লব মুহুরী, প্রবীর চক্রবর্ত্তী, শারদাঞ্জলি ফোরামচট্টগ্রামের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার অজিত কুমার শীল, মাস্টার রতন কুমার দে, অধ্যাপক প্রবীর মিত্র, শিক্ষক দেবাশীষ দাশ, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ (বাগীশিপ)-কেন্দ্রীয় কমিটির যুগ্মআহবায়ক মাস্টার রনজিত কুমার দাশ, চট্টগ্রাম জেলার সভাপতি চন্দন কুমার মজুমদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল শুক্ল দাশ, সাংগঠনিক ডা. রাসেল নন্দী, চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক অজিত কুমার দে, যুগ্মআহবায়ক লায়ন সুভাষ দাশ, যুগ্মআহবায়ক ইঞ্জিনিয়ার স্বপন কান্তি নাথ, যুগ্মআহবায়ক লিংকন দেবনাথ, যুগ্মআহবায়ক রুবেল দাশ, সমন্বয়ক রাজ মহাজন, রাফি দেওয়ানজী, শ্রেষ্ঠা পাল, শ্রুতি পাল, আনন্দ দাশ, অরিত্র দাশ, জিসান দাশ, বাবন চৌধুরী, বোয়ালখালী উপজেলার সভাপতি পোপন দাশ, পটিয়া উপজেলার সহসাংগঠনিক সুবল আচার্য।

আলোচনা সভার পূর্বে চট্টগ্রামের ঐতিহাসিক জেএমসেন হলে স্থাপিত মাস্টার দা সূর্য সেনের আবক্ষ প্রতিকৃতিতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদচট্টগ্রামের পক্ষ হতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদচট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি তাপস হোড়।

ছাত্র ইউনিয়ন : বৃটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক মাস্টারদা সূর্যসেনের ৯০ তম ফাঁসি দিবসে জেএমসেন হল আবক্ষ ভাস্কর্যে গতকাল শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চট্টগ্রাম জেলার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ইমরান চৌধুরী, সহ সভাপতি অয়ন সেন গুপ্ত, সাধারণ সম্পাদক টিকলু কুমার দে, সহকারি সাধারণ সম্পাদক রনি কান্তি দেব, সদস্য অরিত্র ভট্টাচার্য প্রমুখ। পুষ্পমাল্য অর্পণকালে বক্তারা বলেন, মাস্টারদার দেখানো পথে বিপ্লবী তৎপরতায় ব্রিটিশ সাম্রাজ্যবাদ পরাজিত হয়েছে। যুদ্ধ করে পাকিস্তানি শাসকদের এদেশ থেকে বিতাড়িত করেছে এদেশের মুক্তিকামী জনগণ। কিন্তু আমাদের কাঙ্খিত গণতান্ত্রিক ও শোষণবৈষম্যহীন রাষ্ট্র আজও আমরা পাইনি। বরং ব্রিটিশবিরোধী সংগ্রামের স্মৃতিচিহ্ন মুছে ফেলার চেষ্টা করছে লুটেরাদুর্বৃত্ত গোষ্ঠী।’

সিপিবি : ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক ও অগ্নিযুগের বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ও তারেকশ্বর দস্তিদারের ৯০ তম ফাঁসি দিবসে জেএমসেন হল আবক্ষ ভাস্কর্যে গতকাল শুক্রবার বিকেল ৪টায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলা শাখার পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণকালে উপস্থিত ছিলেন সিপিবি চট্টগ্রাম জেলার সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়া, সদস্য প্রদীপ ভট্টাচার্য, অমিতাভ সেন, শ্যামল লোধ, মো. শাহ আলম, জাবেদ চৌধুরী, রুপন কান্তি ধর, অভিজিৎ বড়ুয়া প্রমুখ।

পুষ্পমাল্য অর্পণকালে বক্তারা বলেন, ‘মাস্টারদা ব্রিটিশবিরোধী লড়াইয়ে জীবন দিয়ে দেশবাসীর মনে স্বাধীনতার প্রবল স্পৃহা সৃষ্টি করেছিলেন। সূর্যসেনের সংস্পর্শে প্রীতিলতা, কল্পনা দত্তের মতো সংগ্রামী নারী চরিত্র সৃষ্টি হয়েছিল।

তিনি দেশবাসীর সামনে দৃষ্টান্ত স্থাপন করতে চেয়েছিলেন, শুধু পুরুষরা নয়, নারীরাও লড়াই সংগ্রামে নেতৃত্ব দিতে পারে।’

পূর্ববর্তী নিবন্ধছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক আহত
পরবর্তী নিবন্ধরোটারি ক্লাব অব চিটাগাং হেরিটেজের সভা