মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে ২২ থেকে ২৪ মার্চ তিনদিনব্যাপী পটিয়ায় অনুষ্ঠিত হবে ‘পটিয়া উৎসব ২০২২’। এ উৎসবকে সফলভাবে সম্পন্ন করতে পটিয়া উপজেলার সকল সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিশিষ্টজনদের সাথে মতবিনিময় সভা করেছেন হুইপ সামশুল হক। এ সময় তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ‘পটিয়া উৎসব’ এক ভিন্নমাত্রা যোগ করবে। গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কনফারেন্স হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ।
এ সময় হুইপ সামশুল হক আরও বলেন, এ উৎসবে পটিয়ার সূর্য-সন্তানদের ‘পটিয়া-রত্ন’ ঘোষণা করে প্রথম নারী বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার, বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু দ্বাদশ সংঘরাজ ড. ধর্মসেন মহাস্থবিরসহ ৩১ জনকে মরণোত্তর সম্মাননা স্বর্ণ-স্মারক, বিশিষ্ট ১১ জনকে স্বর্ণপদক ও ৩৬ জন কৃতি সন্তানকে সম্মাননা স্মারক প্রদান করা হবে। তিনদিনব্যাপী অনুষ্ঠান মালায় প্রতিদিন সন্ধ্যায় পটিয়ার দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে। এ উৎসবকে পটিয়ার ইতিহাসে স্মরণীয় করে রাখতে এবং সফলভাবে সম্পন্ন করতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
সভায় উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা আ.ক.ম সামশুজ্জামান, দেবব্রত দাশ, ডা. তিমির বরণ চৌধুরী, বিজন চক্রবর্তী, আ.লীগ নেতা হামিদ আলী। এছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।