স্বাধীনতার শক্তিতে জাতি সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পায়

পটিয়ায় আলোচনা সভায় এমপি মোতাহের

| রবিবার , ৩১ মার্চ, ২০২৪ at ১০:৪৪ পূর্বাহ্ণ

মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, জাতীয় জীবনে বঙ্গবন্ধু ও মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য অপরিসীম। দেশ স্বাধীন করার প্রত্যয়ে দৃঢ়চিত্তে বাঙালি জাতির ইতিহাসে দিনটি একটি মাইলফলক। প্রতি বছর মহান স্বাধীনতা দিবস উদযাপনের মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শ এবং স্বাধীনতা যুদ্ধের মহান শক্তিতে উদ্বুদ্ধ বাঙালি জাতি নতুনরূপে প্রাণ সঞ্চার করে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা লাভ করে।

গতকাল শনিবার পটিয়া উপজেলায় আবাহনী ক্রীড়া চক্র শান্তিরহাট শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এমপি এসব কথা বলেন। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় সংগঠনের সভাপতি জাকারিয়া ডালিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল আলী রবির পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক হারুনুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রদীপ দাশ, অধ্যক্ষ জসিম উদ্দিন টিপু, জামাল সাত্তার মিয়া, আবুল কালাম চৌধুরী আজাদ, নিপুর চৌধুরী, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, এডভোকেট বেলাল উদ্দিন, আবু সুফিয়ান টিপু, মোহাম্মদ জসীমউদ্দীন, ইমরান উদ্দিন মনা, কাজী মোরশেদ, এডভোকেট হোসেন রানা। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি ফোরকান উদ্দিন চৌধুরী, আলমগীর চৌধুরী, আমচুর, সাইফুল ইসলাম সিকদার, খুরশেদ, আনিসুর ইসলাম, মোহাম্মদ ইউসুফ খান, আব্দুর রহমান জুনু, মহিউদ্দিন সুমন, মোহাম্মদ ইয়াসিন, মো. রহিম, মোহাম্মদ আব্দুল কাদের, ইমতিয়াজ সোহেল, জয়নাল আবেদীন ফরহাদ, মওলানা আব্বাস উদ্দীন, আবু হেনা টিটু, সোহেল মাহমুদ জয়, মোহাম্মদ কামাল, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ আলমগীর, প্রভাকর বড়ুয়া পিটু, আবু তাহের, টিপু চৌধুরী, জানে আলম হৃদয়, কোরবান আলী, মিনহাজুল আবেদিন মুন্না, মোশারফ হোসেন অপু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগরে অস্ত্রসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআত্মসংযম ও আত্মশুদ্ধি অর্জনের সুযোগ রয়েছে মাহে রমজানে