স্বস্তির ড্র বাংলাদেশ ‘এ’ দলের

| শনিবার , ৩ ডিসেম্বর, ২০২২ at ৮:৩৯ পূর্বাহ্ণ

প্রথম ইনিংসে ভালো করতে পারেননি বোলার ও ব্যাটাররা। বাংলাদেশের সামনে ছিল ইনিংস হারের শঙ্কা। সেখান থেকে ঘুরে দাঁড়ান জাকির হোসেন ও নাজমুল হোসেন শান্ত। জাকির সেঞ্চুরি ছাড়িয়েও গেলেন অনেক দূর। বাংলাদেশ পেল স্বস্তির ড্র। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রথম চারদিনের ম্যাচ ড্র করেছে বাংলাদেশ ‘এ’ দল।

নিজেদের প্রথম ইনিংসে ১১২ রানে অলআউট হয়ে যায় মোহাম্মদ মিঠুনের দল। জবাব দিতে নেমে ৫ উইকেটে ৪৬৫ রান করে ইনিংস ঘোষণা করে ভারত। বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৯ উইকেটে ৩৪১ রান করার পর চতুর্থ দিনের খেলা শেষ হয়। ১ উইকেটে ১৭২ রান নিয়ে শেষদিন শুরু করে বাংলাদেশ। শান্ত ৫৬ ও জাকির অপরাজিত ছিলেন ৮১ রানে। ১০ চারে ১৮৭ বলে ৭৭ রান করে শান্ত আউট হলে দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মুকেশ কুমারের বলে এলবিডব্লিউ আউট হন তিনি। সেঞ্চুরি তুলে নেন জাকির হোসেন। তাতেও অবশ্য থামেননি তিনি। ১৬ চার ও ৩ ছক্কায় ৪০২ বল খেলে ১৭৩ রান করেন ইনিংস উদ্বোধনে আসা এই ব্যাটার।

পূর্ববর্তী নিবন্ধদেদীপ্যমান বিশ্ব নেতা শেখ হাসিনা
পরবর্তী নিবন্ধ৩২ রানেই অলআউট বাংলাদেশ নারী দল