‘স্বস্তির’ এক পশলা বৃষ্টি

| বৃহস্পতিবার , ২ মে, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

টানা কয়েকদিনের অসহনীয় গরমের পর চট্টগ্রামে এক পশলা বৃষ্টি হয়েছে। তীব্র দাবদাহের কারণে মানুষ এতদিন আকাশপানে বৃষ্টির আশায় তাকিয়ে ছিল।

বৃহস্পতিবার ভোরে উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও নগরীতে সকাল ৯ টা থেকে ৯ টা ৪৫ পর্যন্ত বৃষ্টির স্থায়িত্ব ছিল।

এদিকে, তীব্র গরমে একটুখানি বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলে চট্টগ্রামবাসী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে কেউ কেউ স্রষ্টার নিকট কৃতজ্ঞতা জ্ঞাপনও করেন।

রায়হানুল ইসলাম নামের ফেসবুক আইডিতে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, অবশেষে স্বস্তির বৃষ্টিতে সবাই একটু নিশ্বাস নিচ্ছে। তোমরা রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে?’

পতেঙ্গা আবহাওয়া অফিসের ডিউটি ফোরকাস্টিং অফিসার মো আবদুল বারেক বলেন, ভোরে ১ মিলিমিটার এবং সকাল নাগাদ ১৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে বলে জানান তিনি। আজ দুপুর এবং বিকেলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

পূর্ববর্তী নিবন্ধগ্যাসের চুলা থেকে আগুন লেগে বসতঘর পুড়ে ছাই
পরবর্তী নিবন্ধবজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু