স্বল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের আশ্বাস

চন্দনাইশে এলজিইডির প্রধান প্রকৌশলী

চন্দনাইশ প্রতিনিধি | রবিবার , ২০ আগস্ট, ২০২৩ at ১০:১৬ পূর্বাহ্ণ

স্মরণকালের ভয়াবহ বন্যায় চন্দনাইশে ক্ষতবিক্ষত গ্রামীণ সড়ক পরিদর্শন করলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন। তিনি গতকাল শনিবার উপজেলার দোহাজারী পৌরসভার চাগাচর এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনকালে স্বল্প সময়ের মধ্যে তা সংস্কার কাজ শুরু করার আশ্বাস প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরী, এলজিইডি চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুস সালাম মোল্লা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ, প্রকল্প পরিচালক (জিসিপি) আবুল মনজুর মো. সাদেক, চট্টগ্রাম জেলার নির্বাহী প্রকৌশলী আহমদ শফি, নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান, বিশ্বজিৎ দত্ত, উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ভয়াবহ বন্যায় চন্দনাইশে এলজিইডির আওতাধীন ৩০ কিলোমিটারেরও বেশি গ্রামীণ সড়ক ক্ষতবিক্ষত হয়। যার আর্থিক ক্ষতির পরিমাণ ৫০ কোটি টাকারও বেশি বলে উপজেলা ইঞ্জিনিয়ার অফিস সূত্রে জানা যায়। দোহাজারী পৌরসভা, ধোপাছড়ি ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় এখনো সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহচ্ছে বাইপাস সড়ক, এক সপ্তাহের মধ্যে রুমা-থানচির সঙ্গে যোগাযোগ
পরবর্তী নিবন্ধগুইমারার যৌথ খামার এলাকায় কাঠমিস্ত্রির মরদেহ