স্বর্ণের ভরি এখন ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:২৪ পূর্বাহ্ণ

দেশের বাজারে স্বর্ণের দামে টানা রেকর্ড সৃষ্টি হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে আবারও বাড়ানো হয়েছে এই মূল্যবান ধাতুটির দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ২৪৬ টাকা। ফলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৪ হাজার ১২৭ টাকা।

দেশের বাজারে এর আগে কখনো স্বর্ণের দাম এত বেশি হয়নি। এর মাধ্যমে অতীতের সব রেকর্ড ভেঙে স্বর্ণের সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো। একই সঙ্গে রূপার দামও বাড়ানো হয়েছে। প্রতি ভরি রূপার দাম ৩৫০ টাকা বাড়িয়ে ৬ হাজার ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। খবর বাংলানিউজের।

আজ বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতদিন ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা।

পূর্ববর্তী নিবন্ধজামায়াত প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার না করা প্রসঙ্গে যা বললেন এনসিপির আরিফ
পরবর্তী নিবন্ধনগরের কয়েকটি গির্জা ও স্থাপনা পরিদর্শনে সিএমপি কমিশনার