স্বর্ণের দোকান বন্ধ করে দেয়ার হুমকি জুয়েলার্স সমিতির

ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ

আজাদী প্রতিবেদন | সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ১১:১৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ভ্যাট কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ এনে স্বর্ণের দোকান বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম।
গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে চট্টগ্রাম শাখার সভাপতি মৃনাল কান্তি ধর বলেন, করোনাকালে বেশিরভাগ ব্যবসায়ী দোকান বন্ধ রেখেছেন। কিন্তু ভ্যাট ও আয়কর প্রশাসন বিভিন্ন সময় ভ্যাটের জন্য ব্যবসায়ীদের হয়রানি করছে। যদিও নিয়ম হলো, কোনো ব্যবসায়ী ভ্যাট না দিলে তাকে দুইবার নোটিশ দিতে হবে। জুয়েলারি দোকানে এসে ভ্যাট কর্মকর্তারা ১০ হাজার, ২০ হাজার টাকা জরিমানা করছেন। ভ্যাট প্রশাসনে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয় না। এভাবে চলতে থাকলে স্বর্ণের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হবে।
এতে উপস্থিত ছিলেন জুয়েলার্স সমিতি চট্টগ্রামের সহ-সভাপতি সীদুল কান্তি ধর, প্রণব সাহা, হারাধন মহাজন, স্বপন ধর, অমিত ধর, হাজী নুরুল হক, রাজীব ধর তমাল, খোকন ধর, থিদিব ধর, সকুমার দে ।

পূর্ববর্তী নিবন্ধকুতুপালং বিলে রোহিঙ্গা নারীর লাশ
পরবর্তী নিবন্ধসাম্প্রদায়িক গোষ্ঠীর চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান