স্বপ্ন দেখা ছাড়িনি মোটে
থাকিওনি মুখ ফিরে
আসবে জানি
সুদিনটা সেই
হয়তো আসছে ধীরে।
অন্যায় সব ভড়কে যাবে
কাউকে অমন দেখে
আসবে সেদিন
সোনার মানুষ
আলো করে চৌদিকে।
উপড়ে দেবে মন্দ শেকড়
জ্বালিয়ে দেবে ঘুণ
তারই স্থানে
করবে রোপণ
শুদ্ধতম ভ্রুণ।
স্বপ্ন দেখে তাই প্রতিদিন
স্বপ্নচারী মন
আনবে প্লাবণ
ঘোর দহনে
জ্যোতির্ময় একজন।