স্বপ্ন আছে

গোফরান উদ্দীন টিটু | বুধবার , ৩ আগস্ট, ২০২২ at ১১:১৩ পূর্বাহ্ণ

স্বপ্ন আছে স্বপ্ন আছে
আমার অনেক স্বপ্ন আছে
স্বপ্নগুলো কী?

স্বপ্নগুলো সাদা কালো
মোটামুটি, মন্দ ভালো
ফিরিস্তি দিচ্ছি।

একটা স্বপ্ন খুব সাধারণ
সহজ সরল সুখি জীবন
ঘরভরা পিচ্চি।

হাসছে ওরা খেলছে জোড়া
স্বপ্নডানা মেলছে ওরা
সুখ খুঁজে নিচ্ছি।

পড়ছে ওরা রোমাঞ্চ বই
সাহিত্য পাঠ, ছড়ারই বই
পান্তা ভাতে ঘি।

পূর্ববর্তী নিবন্ধরাসেলের খোঁজ
পরবর্তী নিবন্ধসকালে সাঁঝ