স্বপ্নের আইপিএল ভুবনে লিটন দাস

স্পোর্টস ডেস্ক | মঙ্গলবার , ১১ এপ্রিল, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে বাংলাদেশ থেকে তিনজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছিলেন। তবে তাদের সেখানে খেলা নিয়ে অনেক সংশয় তৈরি হয়েছে। বিসিবি থেকে অনুমতি চেয়েও পাওয়া হচ্ছিলো না। যে কারণে চুক্তিই বাতিল করেছেন সাকিব আল হাসান। তবে লিটন দাস ঠিকই পৌঁছেছেন স্বপ্নের আইপিএল খেলতে তার দলের হোম টাউন কলকাতায়। মোস্তাফিজুর রহমান অবশ্য আসরের শুরুর দিকেই যোগ দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার জন্য। তবে আয়ারল্যান্ড টেস্টের জন্য আগেই ছুটি পাননি লিটন ও সাকিব। টেস্ট ম্যাচ শেষে অবশ্য ছুটি মিলেছে লিটনের। কলকাতার হয়ে খেলার জন্য তিনি এখন অবস্থান করছেন ভারতে। আইপিএলে আরও কিছু ম্যাচ খেলার জন্য আরও কয়েকদিন ছুটি চেয়েছেন লিটন। এবার সেটিও মঞ্জুর করেছে বিসিবি। গত রোববার দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে কলকাতা। সে ম্যাচে নামার কোন সুযোগ ছিলনা লিটনের। তবে স্বপ্নের আইপিএলের ভুবনে প্রবেশ করতে পেরে দারুণ উচ্ছসিত লিটন দাশ। এখন যেটুকু সুযোগ পাওয়া যাবে সেটুকু কাজে লাগাতে চান বাংলাদেশের এই ওপেনার। বাংলাদেশ দল আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১ মে ইংল্যান্ড রওয়ানা হবে। গতকাল মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস জানান, লিটন দুই দিন বেশি ছুটি চেয়েছে। দল ইংল্যান্ড পৌঁছবে ২ মে। তবে লিটন দলের সঙ্গে যোগ দেবে ৫ মে। আমরা এতে রাজি হয়েছি। মোস্তাফিজ অবশ্য সময় মত ২ মে ইংল্যান্ডে দলের সাথে যোগ দেবে।

এদিকে লিটনকে পেয়ে কলকাতা নাইট রাইডার্স তাদের ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। ফেসবুকে লিটনের একটি ছবি দিয়ে ক্যাপশনে তারা লিখেছে পৌঁছে গেছে লিটন দা। পোস্টটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে। প্রায় দুই লাখের বেশি মানুষ এতে প্রতিক্রিয়া দেখিয়েছেন। ২৩ হাজার মানুষ কমেন্ট করেছেন এবং শেয়ার হয়েছে সাড়ে চার হাজার বারের বেশি। অধিকাংশ কমেন্ট করা হয়েছে লিটনের জন্য শুভকামনা জানিয়ে।

এদিকে লিটন বলেছেন এটা একটা সুযোগ বলে আমি মনে করি। এরকম একটা ইভেন্টে কখনও যেতে পারিনি। যেহেতু প্রথমবার সেহেতু অবশ্যই আমার জন্য ভালো লাগার। আমি খুব খুশি। যদিও কলকাতা নাইট রাইডার্সে লিটনের একাদশে সুযোগ পাওয়া হবে বেশ কঠিন। কারণ রহমানউল্লাহ গুরবাজ ও জেসন রয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামতে হবে তাকে। লিটন বলছেন সব জায়গাতে খেলতেই প্রস্তুত আছেন তিনি। দায় ছেড়েছেন কলকাতার টিম ম্যানেজম্যান্টের ওপর। লিটন বলেন একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকতেই হবে। কিন্তু দলটাও ভিন্ন দল। কখনই ফ্র্যাঞ্চাইজি লিগ আমি খেলতে যাইনি। তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করবো ভালো খেলার।

পূর্ববর্তী নিবন্ধযুব মহিলা হ্যান্ডবলের ট্রায়ালে ডাক পেলেন চট্টগ্রামের তিন খেলোয়াড়
পরবর্তী নিবন্ধইংল্যান্ড সফরের আগে সিলেটে তামিমদের প্রস্তুতি ক্যাম্প