স্বপ্নীল চট্টলার বৃক্ষ রোপণ

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৫৯ পূর্বাহ্ণ

সবুজ আন্দোলোনকে সাথে নিয়ে বৃক্ষ রোপণ কর্মসূচির আওতায় প্রথম পর্বে সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১০০ এর বেশি চারা গাছ রোপণের মাধ্যমে উদ্বোধন করা হয়। স্বপ্নীল চট্টলা মুজিবর্ষ উপলক্ষে এই আয়োজন করে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত সচিব সাইফুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, লায়ন্স জেলা ৩১৫বি৪ এর ডিস্ট্রিক্ট চেয়ারপার্সন (লিও ক্লাবস) লায়ন ডা. মেসবাহ উদ্দিন তুহিন এবং সংগঠনের প্রতিষ্ঠাতা ইসমাইল বিন আজিজ (আলভি), বৃক্ষ রোপণ কর্মসূচি কমিটির অ্যািডভাইজর মো. মোবারক, চেয়ারম্যান শাহরিয়ার রাজ, ট্রেজারার রিদুয়ানুল ইসলাম মারুফ। উপস্থিত ছিলেন হিরো জন্নাত সাথী, জেসমিন আক্তার জেসি, মো. জোবায়েদ, মো. শামিম, আব্দুর রহমান মানিক, তৌসিফ শাহরিয়ার প্রমুখ। স্বপ্নীল চট্টলার এই কার্যক্রমে নগরীর বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে পাঁচ হাজারের অধিক চারা গাছ রোপণ ও বিতরণ করা হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপারিবারিক ব্যবসা বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে
পরবর্তী নিবন্ধগবেষণায় শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো হবে