স্বপন চৌধুরীর আদর্শে বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করতে হবে

ঢেমশা উচ্চ বিদ্যালয়ে আলোচানা সভায় বক্তারা

| মঙ্গলবার , ৭ ডিসেম্বর, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদ স্বপন কুমার চৌধুরীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে সাতকানিয়ার ঢেমশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা গত ৪ ডিসেম্বর বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার।
শিক্ষক নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী প্রধান শিক্ষক অমল কান্তি বড়ুয়া, রেক্টর শিক্ষক শশী ভূষণ বড়ুয়া, শিক্ষক বোধিরতন বড়ুয়া, অনজুশ্রী হোড়, অনজু রানী নন্দী, রনজিত কুমার বড়ুয়া, শামীমা আকতার, সুমন রায়, জাসেদুল আলম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা শহীদ স্বপন চৌধুরী একজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন। তাঁর সুদক্ষ নেতৃত্বে আস্থা রেখে অনেকেই দেশমাতৃকার টানে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে এনে দিয়েছিলেন স্বাধীনতার লাল সূর্যটি। বর্তমান প্রজন্মকে স্বপন চৌধুরীর আদর্শে উদ্বুদ্ধ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচলন্ত জয়ন্তিকা এক্সপ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে গেল ৫ বগি
পরবর্তী নিবন্ধনায়ক ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ, দিলেন গুরুত্বপূর্ণ তথ্য