সীতাকুণ্ড প্রেসক্লাবের অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিলের মাতা স্বদেশ বালা শর্মা (৭০) গতকাল মঙ্গলবার ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে পরলোকগমন করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র, ১ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান। ওইদিনই দুপুরে বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের নিজ বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে স্থানীয় সাংসদ দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, ইউএনও মিল্টন রায়, পৌর মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লা মিয়াজী, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।