স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি অর্থ ব্যয়ের আহ্বান

নিরীক্ষা ও হিসাব বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভাগীয় কমিশনার

| সোমবার , ১৩ মে, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলের (সিএজি) কার্যালয় তথা নিরীক্ষা ও হিসাব বিভাগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ মে থেকে ১৪ মে পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম গতকাল শুরু হয়েছে। সিএজি কার্যালয়ের চলমান কার্যক্রম সকলের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস, চট্টগ্রাম বিভাগের উদ্যোগে তিন দিনব্যাপী এই কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম।

চট্টগ্রামের ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এসএম মনজুর আহমেদের সভাপতিত্বে সভায় জানানো হয়, পেনশন সেবাসহ সরকারি সকল আর্থিক সেবায় দেশব্যাপী সকল হিসাবরক্ষণ কার্যালয়ে সেবা প্রদানে দ্রুততা, মানবিকতা, ন্যায্যতা ও আন্তরিকতা নিশ্চিত করার জন্য ওয়ানস্টপ সার্ভিস পরিচালনা করা হচ্ছে। সেবা গ্রহীতাগণের কাছ থেকে নিয়মিতভাবে অনলাইন সার্ভিস ফিডব্যাক নিয়ে টেলিফোনের মাধ্যমে সেবা প্রাপ্তির বিষয়টি ক্রসচেক করে নিশ্চিত করা হচ্ছে। মুজিব শতবর্ষ উপলক্ষে ১৭ মার্চ ২০২১ এর মধ্যে শতভাগ সম্মানিত পেনশনারদের ইএফটির আওতায় আনয়ন এবং স্ব স্ব ব্যাংক একাউন্টে প্রতিমাসের প্রথম কর্মদিবসে পেনশনের অর্থ প্রেরণ করা হচ্ছে। হেল্প ডেস্কে ফোন কলের মাধ্যমে পেনশন সংক্রান্ত যাবতীয় সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং সিএএফও, পেনশন ও ফান্ড ম্যানেজমেন্টের ওয়েবসাইট থেকে তাৎক্ষণিকভাবে পেনশন সংক্রান্ত তথ্য পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মোবাইল এপসের মাধ্যমে পেনশনারগণ যাতে ঘরে বসেই লাইফ ভেরিফিকেশন করতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। ঢাকাসহ সকল বিভাগ, জেলা পর্যায় পর্যন্ত হিসাবরক্ষণ অফিস হতে সরকারি অর্থ পরিশোধে ইএফটির পাশাপাশি Magnetic Ink Character Recognition (MICR) চেকের ব্যবহার এবং সরকারি অর্থ কোষাগারে জমাদানের ক্ষেত্রে অটোমেটেড চালান ব্যবস্থা চালুর মাধ্যমে সরকারের ক্যাশ ম্যানেজমেন্টকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভায় প্রধান অতিথি মো. তোফায়েল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন দর্শন হচ্ছে সবার জন্য উন্নয়ন। এর জন্য গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে দুস্থ জনগোষ্ঠীর কাছে এ সকল কর্মসূচির সুফল পৌঁছাচ্ছে কিনা তা নিশ্চিতকরণের জন্য নিয়মিত এ সংক্রান্ত পারফরমেন্স অডিট পরিচালনা করার আহ্বান জানান তিনি। প্রধান অতিথি উপস্থিত সকলকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সরকারি অর্থ ব্যয়ের আহ্বান জানান। তিনি বলেন, বর্তমানে সেবার মান বৃদ্ধি পাওয়ায় সেবা প্রত্যাশীগণ তার সুফল পাচ্ছে। তিনি সেবা প্রত্যাশীদের প্রতি আরও অধিক যত্নবান হওয়ার আহ্বান জানান। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মো. আশরাফুল ইসলাম, অতিরিক্ত কর কমিশনার মো. মোসাদ্দেক, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশ, কাস্টম হাউজের জয়েন্ট কমিশনার মোহাম্মদ নাজিউর রহমান মিয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধইউসিবির সঙ্গে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধনার্সরা মানুষের সেবায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন