স্বকাল শিশুসাহিত্য সংসদের সাহিত্যাসর

| সোমবার , ৭ জুন, ২০২১ at ৭:১০ পূর্বাহ্ণ

স্বকাল শিশুসাহিত্য সংসদ আয়োজিত সাহিত্য আসরে শিশুসাহিত্যিক, কবি ও সাংবাদিক রাশেদ রউফ বিশ্বকবি রবীন্দ্রনাথের উদ্ধৃতি তুলে ধরে বলেছেন, সাহিত্য মানে ‘হিত’-এর সাথে থাকা। হিত হচ্ছে কল্যাণ, শুভ ও মঙ্গল। এর সাথে যুক্ত থেকে সৌন্দর্য সৃষ্টি করাই সাহিত্যের উদ্দেশ্য। এজন্য সাহিত্যিককে মানবিক হতে হয়। তিনি গত শনিবার অনুষ্ঠিত সাহিত্য আসরে সভাপতিত্ব করেন। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত আসরে অতিথি ছিলেন কবি আবু মুসা চৌধুরী। পঠিত লেখার উপর আলোচনা করেন কথাসাহিত্যিক ও কবি বিপুল বড়ুয়া, কবি ও শিশুসাহিত্যিক আজিজ রাহমান ও শিশুসাহিত্যিক অমিত বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালন করেন সংসদের পরিচালক কবি অরুণ শীল।
আসরে ছড়া-কবিতা ও গল্প পাঠে অংশ নেন সংগীত শিল্পী মৃণালিনী চক্রবর্তী, ছড়াশিল্পী মিজানুর রহমান শামীম, কবি আবুল কালাম বেলাল, সাহিত্যিক বাসুদেব খাস্তগীর, গল্পকার মিলন বনিক, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, গোফরান উদ্দীন টিটু, শিশুসাহিত্যিক লিটন কুমার চৌধুরী, গল্পকার বিচিত্রা সেন, শিপ্রা দাশ, ছড়াকার করুণা আচার্য, শওকত আলী সুজন, লেখক তসলিম খাঁ, কবি শামীমা ফাতেমা মুন্নী, বিভা বিন্দু, ছড়াকার রাসু বড়ুয়া, কবি অভি ওসমান, লেখক রফিক আহমদ খান, ছড়াকার সরোয়ার রানা, লেখক রাজন বড়ুয়া, আবৃত্তিশিল্পী সোমা মুৎসুদ্দী, শিক্ষক সুমন দত্ত, লেখক গৌতম কানুনগো, আবৃত্তিশিল্পী হামিমা জামিল রুমা, ছড়াকার মৃত্তিকা চক্রবর্তী, এম কামাল উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবেসরকারি অর্ধশতাধিক কর্মচারীর মানবেতর জীবন
পরবর্তী নিবন্ধপরিচ্ছন্ন রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী ছিলেন কমিশনার নুরুল আলম