স্পোর্টিফাই ইভেন্টস এর সৌজন্যে সাউদার্ন ইউনিভার্সিটিতে আগামী ২৬ জানুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে দিবা–রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট। এতে অংশগ্রহণ করবে সাউদার্ন ইউনিভার্সিটির ৮টি বিভাগ ক্রিকেট টিম। বর্ণাঢ্য এ আয়োজনে দিনে অনুষ্ঠিত হবে প্রাথমিক পর্বের খেলাগুলো। আর সন্ধ্যার পর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ও ফাইনাল খেলা। গতকাল দুপুরে সাউদার্ন ইউনিভার্সিটির আরেফিন নগরস্থ ক্যাম্পাসে এ টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেছেন ভাইস চ্যান্সেলর (ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামান। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টার (স্পোর্টস) সাইফুল্লাহ্ চৌধুরীর সঞ্চালনায় ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আ ফ ম মোদাস্সের আলী, আইটি বিভাগের পরিচালক মো. তৌহিদুল আলম, কো–কারিকুলার এন্ড এঙট্রা কারিকুলার কমিটির আহবায়ক জমির উদ্দিন, প্রক্টর মো. হাবিব উল্লাহ্, ইংরেজি বিভাগের হেড আরমান হোসেন, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার মো. সাইদুল ইসলাম চৌধুরী, স্পোর্টিফাই ইভেন্টস এর চেয়ারম্যান ফজলে দাইয়ান এবং সাজিদ আনসারি ও অপ্রিম মুহুরিসহ টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্য ও অংশগ্রহণকারি দলসমুহের প্রতিনিধিবৃন্দ।