স্পোর্টিং উইকেটেই হচ্ছে মিরপুর টেস্ট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৪ এপ্রিল, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

যে কোন সিরিজের আগে উইকেট নিয়ে বেশ আলোচনা হয়ে থাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজেও তার ব্যতিক্রম হচ্ছে না। ধারণা করা হচ্ছে মিরপুর টেস্টে স্পোর্টিং উইকেটেই খেলা হবে। গতকাল পর্যন্ত উইকেটের উপর সবুজাভ ভাব রয়ে গেছে। আজ ম্যাচের দিন সকালে তা চমক হতে পারে দুই দলের জন্য। তবে এর আগে উইকেট দেখে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের ভাবনা অভিন্ন। ভালো উইকেটে হবে একমাত্র টেস্ট ম্যাচটি। একটা সময় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টেস্ট মানেই ছিল স্পিন স্বর্গে খেলা। ম্যাচের প্রথম সেশন থেকে বল নিচু হওয়া, বড় বড় বাঁক খাওয়া বা অসম বাউন্স ছিল নিয়মিত চিত্র। স্পিনারদের দাপটে তিনচার দিনেই শেষ হতো যে কোনো ম্যাচ। সাদা বলের ক্রিকেটে সেখান থেকে বেরিয়ে ভালো উইকেটে খেলার বার্তা আগেই দিয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এবার টেস্টেও মিলল তেমন কিছুর আভাস। আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের আগে গত রোববার দুই দলের অনুশীলন শুরুর দিন দেখা যায়, সবুজ উইকেটে রয়েছে সতেজ ঘাসের উপস্থিতি। পরদিন অনুমিতভাবেই ছাঁটা হয়েছে কিছু ঘাস। তবে মিলিয়ে যায়নি সবুজের ছোঁয়া। এমন উইকেটে ব্যাটবলের জমাট লড়াই হবে বলে মনে করেন মেহেদী হাসান মিরাজ। ম্যাচের আগের দিন দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে এই স্পিনার বললেন, সবার জন্যই সুযোগ থাকবে এই উইকেটে। আমাদের হোম কন্ডিশনের খেলা। যেটা সবসময় বলা হয়, আমরা স্পিন সহায়ক দল। স্পিন দিয়ে আমরা ভালো করি। তবে পেস বোলারদেরও সুযোগ থাকবে। উইকেটটা আমরা দেখেছি। ভালো উইকেট করার চেষ্টা করছে। যেন সব দিকেই আমরা ভালো করতে পারি। ব্যাটসম্যানরাও ভালো করতে পারি, পেসারস্পিনাররাও ভাল করতে পারে। ভালো একটা সংগ্রহ দাঁড় করানোর সুযোগ থাকবে। যেন আমরা যথাযথ টেস্ট ক্রিকেটটা খেলতে পারি। সেরকমভাবে আমাদের দল সাজানো হচ্ছে। পেস বোলিং, স্পিন বোলিং বা ব্যাটসম্যানতিনটা বিভাগেই যেন আমরা ভালো করতে পারি।

পূর্ববর্তী নিবন্ধমাদারবাড়ী উদয়ন সংঘের আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
পরবর্তী নিবন্ধতাহলে কি আইপিএলেই খেলবেন না সাকিব