স্পোর্টস এরেনা : জেলা প্রশাসককে সিভিল সার্জনের চিঠি

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ১৭ জানুয়ারি, ২০২৪ at ৬:৩৩ পূর্বাহ্ণ

কর্ণফুলীর পাশে উদ্ধার করা জায়গায় হচ্ছে স্পোর্টস এরেনাথাকবে বাস্কেটবল, ফুটবল টার্ফসহ নানা সুবিধা, জেলা প্রশাসকের উদ্যোগ’ এই শিরোনামে দৈনিক আজাদীতে গতকাল একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জেলা প্রশাসক বরাবরে একটি চিটি পাঠিয়েছেন। চিটিতে উল্লেখ করা হয়, যে স্থানটিতে স্পোর্টস এরেনা নির্মাণের কথা বলা হয়েছে সে স্থানটির দুই একর জায়গা ২০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতাল নির্মাণের জন্য প্রদান করা হয়েছে।

সে অনুসারে প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। এলাকাটির বি এস খতিয়ানের পাঁচটি দাগের মোট দুই একর জায়গা প্রস্তাব করা হয়। আর সে অনুপাতে হাসপাতালের নকশাও অনুমোদন করা হয়। তাই এ রকম একটি প্রকল্পের জন্য প্রস্তুবিত জায়গায় স্পোর্টস এরেনা নির্মাণ তৈরির প্রকল্প গ্রহণ না করার জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানানো হয় সিভিল সার্জনের পক্ষ থেকে।

পূর্ববর্তী নিবন্ধবাবার ভালোবাসার ফটিকছড়িকে নিয়ে যেতে চাই ভিন্ন উচ্চতায়
পরবর্তী নিবন্ধহ্নীলায় দুই রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠীর গোলাগুলি, নিহত ১