স্পেশাল অলিম্পিকসের ফ্লোরবলে স্বর্ণ জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | রবিবার , ১৬ মার্চ, ২০২৫ at ৪:৫০ পূর্বাহ্ণ

স্পেশাল অলিম্পিকস উইন্টার গেমসের ফ্লোরবল ইভেন্ট সাফল্যের হাসি দিয়ে শেষ করেছেন বাংলাদেশের মেয়েরা। ইউক্রেনকে হারিয়ে এই ইভেন্টের সোনা জিতেছেন স্বর্ণাফাতেমারা। ইতালির তুরিনের প্রতিযোগিতায় শনিবার মেয়েদের ফ্লোরবল ইভেন্টের ফাইনালে ইউক্রেনকে ৪২ গোলে হারায় বাংলাদেশ। ফাইনালে বাংলাদেশের চার গোলদাতা স্বর্ণা আক্তার, ফাতেমা আক্তার, ফাবিয়া খাতুন ও তামাল্লিন। বাংলাদেশ ফ্লোরবল দলে খেলেছেন, ফাবিয়া খাতুন, তানমুন ইসলাম, তামাল্লিন, তানজিলা খাতুন, ফাতেমা আক্তার, অনিতা খাতুন, স্বর্ণা আক্তার ও মুক্তা আক্তার।

পূর্ববর্তী নিবন্ধআবাহনী ৮০ রানে হারালো ব্রাদার্স ইউনিয়নকে
পরবর্তী নিবন্ধপরের প্রজন্মের জন্য বড় ট্রফি জিততে চান মিরাজ