স্পেনে আক্রান্তের সংখ্যা ছাড়াল ১০ লাখ

| শুক্রবার , ২৩ অক্টোবর, ২০২০ at ৯:১৮ পূর্বাহ্ণ

পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে স্পেনে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। বুধবার দেশটি ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৭৩ জন রোগী শনাক্তের কথা জানিয়েছে। মৃত্যুর কথা জানিয়েছে ১৫৬ জনের। ৩১ জানুয়ারি দেশটিতে প্রথম সংক্রমণ শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট রোগীর সংখ্যা ১০ লাখ ৫ হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে, জানিয়েছে বিবিসি।
যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, রাশিয়া ও আর্জেন্টিনার পর কোভিড-১৯ রোগীর সংখ্যা ১০ লাখ ছাড়ানো ষষ্ঠ দেশ হল স্পেন। গত কয়েক মাস ধরে ইউরোপে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করেছে। প্রাদুর্ভাবের দ্বিতীয় ঢেউ রুখতে হাসপাতালগুলো যেন রোগীতে উপচে না পড়ে তা নিশ্চিতে অঞ্চলটির সরকারগুলো নতুন করে কঠোর বিধিনিষেধ আরোপ করতে বাধ্য হয়েছে। মহামারী শুরু হওয়ার প্রথম মাসেই স্পেনে করোনা ভাইরাসের প্রকোপ তীব্র হয়ে ওঠে। খবর বিডিনিউজের।
সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের বাইরে বের হওয়ার ওপর নিষেধাজ্ঞাসহ বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল দেশটি। আক্রান্তের সংখ্যা হ্রাস পাওয়ার পর ইউরোপের অধিকাংশ দেশের মতো স্পেনও বিধিনিষেধ শিথিল করে। ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে উজ্জীবিত করে তুলতে পর্যটকদের ফেরানো দরকার বলে জোর দিতে থাকেন দেশটির রাজনীতিকরা।
কিন্তু আগস্টের শেষ দিকে দৈনিক নতুন রোগীর সংখ্যা ১০ হাজার জনের মতো করে বাড়তে শুরু করে। গত দুই সপ্তাহেই হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২০ শতাংশ বেড়েছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। মঙ্গলবার একদিনেই ২১৮ জন রোগীর মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৩৪ হাজার ৩৬৬ জনের মৃত্যুর ঘটনা রেকর্ড হয়েছে বলে বিবিসি জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকরাচিতে আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ৫
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের নির্বাচনে ‘হস্তক্ষেপের চেষ্টা করছে ইরান, রাশিয়া’ : এফবিআই