স্পেনের রাজধানী মাদ্রিদে বিস্ফোরণে নিহত ১, আহত ২৫

| সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১২ পূর্বাহ্ণ

স্পেনের রাজধানী মাদ্রিদের একটি ক্যাফেতে বিস্ফোরণের এক ঘটনায় অন্তত ১ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। খবর বিডিনিউজের।

বিস্ফোরণে ক্যাফে ভবনটির নিচতলা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির জরুরি পরিষেবা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ৩টায় মাদ্রিদের পুয়েন্তে দে ভ্যালেকাস এলাকায় বিস্ফোরণের ঘটনাটি ঘটে। মাদ্রিদের জরুরি পরিষেবা এক্সে জানিয়েছে, উদ্ধারকারীরা রোববার ভোরে ধ্বংসস্তূপের মধ্যে এক ব্যক্তির মৃতদেহ খুঁজে পায়। কী থেকে বিস্ফোরণ ঘটেছে তা পরিষ্কার হয়নি বলে রয়টার্স জানিয়েছে। পুলিশ ও দমকল পরিষেবার কর্মীরা বিস্ফোরণের পরপরই দ্রুত ক্যাফেটি ঘিরে ফেলে। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে, গ্যাস লিককে বিস্ফোরণের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। শনিবার রাতে জরুরি পরিষেবার বরাতে ডয়েচে ভেল জানিয়েছে, আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর আর আরেকজনের অবস্থা গুরুতর প্রায়। মাদ্রিদের দমকল বাহিনীর প্রধান হাভিয়ের রোমেরো জানিয়েছেন, ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১২.০৩ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমহড়ায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন রাশিয়ার