স্পিন সামলানো কঠিন ছিল: শান্ত

স্পোর্টস ডেস্ক | সোমবার , ৩ মে, ২০২১ at ১০:৫৩ পূর্বাহ্ণ

পাল্লেকেলেতে নিজেদের ব্যর্থতা মেনে নিয়ে বাংলাদেশের ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত বলছেন, এই পর্যায়ে খেলতে হলে স্পিন সামলানো উচিত। দিনশেষে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে উইকেটকে ব্যর্থতার অজুহাত হিসেবে দাঁড় করালেন না শান্ত। ‘টেস্ট ক্রিকেটে চতুর্থ-পঞ্চম দিনে স্পিনারদের সহায়তা থাকবে, এটাই স্বাভাবিক। সবাই ভালো শুরু করেছিল, এরপর আর ইনিংস বড় করতে পারেনি। এখানে যদি ৩ উইকেট থাকত, তাহলে দিনটি হয়তো আমাদের ভালো হতো।’ ‘স্পিন সামলানো কঠিন ছিল। স্পিন একটু বেশি করেছে। তবে টেস্ট ক্রিকেট খেলতে হলে, আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে হলে এসব আমাদের আরও ভালোভাবে সামলানো উচিত।’ শান্তর মতে, ‘প্রথম ইনিংসে আরও ভালো করা উচিত ছিল আমাদের। ওখানেই আমরা একটু পিছিয়ে গেছি। ভালো শুরু করেছিলাম আমরা, ৩ উইকেটে ২০০ রানের মতো ছিল (৩ উইকেটে ২১৪)। পরে আর জুটি হয়নি। সেখানেই আমরা পিছিয়ে গেছি’। শান্ত জানালেন, শট খেলা তাদের পরিকল্পনারই অংশ। ‘এই উইকেটে ব্যাটসম্যানরা যত বেশি নেগেটিভ থাকতো, তত কঠিন হতো। পজিটিভ মানে এই নয় যে সব বলেই ব্যাটসম্যানরা মারার পরিকল্পনায় ব্যাট করেছে। এরকম কিছু নয়, সবাই ‘ইন্টেন্ট’ নিয়ে ব্যাট করেছে।’ বৃষ্টি ছাড়া ম্যাচ বাঁচানোর বাস্তব সম্ভাবনা নেই বললেই চলে। তবু আশা ছাড়ছেন না শান্ত। ‘এখনও উইকেটে দুজন ব্যাটসম্যান আছে আমাদের। ওরা যতক্ষণ ব্যাট করতে পারে, ততক্ষণই ভালো আমাদের জন্য। এই দুজন যদি দুই ঘণ্টা, প্রথম সেশনে ভালো ব্যাট করতে পারে, তাহলে পরে আমরা ভালো কিছু চিন্তা করবে পারব।’

পূর্ববর্তী নিবন্ধ২৯ মাস পর ৫ উইকেট নিলেন তাইজুল
পরবর্তী নিবন্ধমোস্তাফিজের দিনে রাজস্থানের বড় জয়