সন্দ্বীপের গুপ্তছড়া–কুমিরা নৌরুটে স্পিডবোট, সার্ভিসবোট ও মালবোটের ভাড়া কমিয়ে ইজারা প্রদানের দাবিতে সন্দ্বীপ উপজেলা পরিষদ গেইটে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। গতকাল শুক্রবার বিকাল ৪ টায় সন্দ্বীপ অধিকার আন্দোলনের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরাম, সন্দ্বীপ প্রেসক্লাবসহ বিভিন্ন মিডিয়ার কর্মীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, সাধারণ সম্পাদক মো. সেলিম, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন মনি, সাংগঠনিক সম্পাদক বাদল রায়, স্বাধীন সন্দ্বীপ ব্লাড ডোনার ফোরামের সভাপতি টিপু সুলতান, আকবর মাস্টার প্রমুখ। কর্মসূচিতে একাত্মতা ঘোষণা করেন সাংবাদিক ইলিয়াস কামাল বাবু, ওমর ফয়সাল, খোদাবঙ সাইফুল, কাউছার মাহমুদ দিদার, ফছিহুল আলম, মো. সাহেদ খান প্রমুখ। মানববন্ধনে বক্তারা ঘাটের নতুন ইজারা দেয়ার প্রাক্কালে স্পিডবোট ভাড়া ২০০ টাকা, সার্ভিস বোট ভাড়া ১০০ টাকা নির্ধারণ করাসহ যাত্রী হয়রানি বন্ধের জোর দাবি জানান।