স্নেহ বালা চৌধুরী

| বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

বোয়ালখালীর মধ্যম কধুরখীল ৪নং ওয়ার্ড নিবাসী স্নেহ বালা চৌধুরী (৮৬) গত ১৫ ডিসেম্বর রাত ৯টা ৪৫ মিনিটে নগরীর ঘাটফরহাদবেস্থ বাসায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ২ কন্যাসহ অনেক গুণগ্রাহী রেখে যান। ওইদিন রাতে নগরীর বলুয়ারদীঘিস্থ অভয়মিত্র মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেনসিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগর সরকার ধারণা ও সংস্কার প্রসঙ্গে
পরবর্তী নিবন্ধসাংবাদিক হাসান ফারুকীর মায়ের ইন্তেকাল