স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করণে ইউপি সদস্যদের গুরুত্ব অপরিসীম

পটিয়ায় মেম্বার সমিতির সভায় হুইপ সামশুল হক

পটিয়া প্রতিনিধি | শুক্রবার , ১১ আগস্ট, ২০২৩ at ৯:১৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, ইউপি সদস্যরা সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করণে ইউপি সদস্যদের গুরুত্ব অপরিসীম। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পাশাপাশি ইউপি সদস্যদের মাধ্যমে গ্রামীণ অবকাঠামো উন্নয়নসহ যে কোন জরুরিসেবা পরিষদের সদস্যদের দ্বারাই সম্ভব।

গত মঙ্গলবার তিনি পটিয়া পৌরসদরের কর্ণফুলী কমিউনিটি সেন্টারে আয়োজিত আগামী বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশন পটিয়া উপজেলার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হুইপ এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ এসোসিয়েশনের পটিয়া উপজেলার আহবায়ক মোহাম্মদ শাহ্‌ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব শওকত আকবরের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, সংরক্ষিত আসনের মহিলা সদস্য ফারহানা আফরিন জিনিয়া, পটিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, হুইপের সহকারী একান্ত সচিব হাবিবুল হক চৌধুরী, মো: আলমগীর খালেদ, মো: আরিফ, মো: জুয়েল, মো: শাহাজাহান, মো: শফি, আবু তালেব, মো: নেজাম উদ্দিন, শিল্পি মিত্র, তসলিমা নুর, রোমা আকতার, নাছিমা আকতার, আ’লীগ নেতা মিজানুর রহমান, ইউপি সদস্য মো: কবির, সাইফুল ইসলাম, টিটু দে, সামশেদ হিরু, মোহাম্মদ হাসান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় চলছে প্রথমার বইমেলা
পরবর্তী নিবন্ধডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতার বিকল্প নেই : আবদুস সালাম