স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে ইউপির জনপ্রতিনিধিদের গুরুত্ব সর্বোচ্চ

পটিয়ায় আলোচনা সভায় এমপি মোতাহের

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:২১ পূর্বাহ্ণ

পটিয়া আসনের সংসদ সদস্য মোতাহেরুল ইসলাম চৌধুরী বলেছেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের গুরুত্ব সর্বোচ্চ। বর্তমান শেখ হাসিনার সরকার গ্রামকে শহরে রূপ দেয়ার কথা বলেছেন। এ কথাকে বাস্তবে রূপ দিতে হলে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সরকারের বরাদ্দ যথাযথভাবে বাস্তবায়ন করে গ্রামকে সাজাতে হবে।

গতকাল মঙ্গলবার সকালে পটিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত জাতীয় স্থানীয় সরকার দিবস২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দীন ভুঞা জনীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. তিমির বরণ চৌধুরী, পটিয়া পৌর মেয়র আইয়ুব বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, পটিয়া থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি মোতাহেরুল ইসলাম চৌধুরী দিবস উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

পূর্ববর্তী নিবন্ধধনী-গরিব সবাইকে সেবা দিয়ে যাচ্ছেন ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসকরা
পরবর্তী নিবন্ধচবি আইএমএলের আন্তর্জাতিক কনফারেন্স