স্থল-আকাশ-সমুদ্রপথে হামলার প্রস্তুতি ইসরায়েলের

ঘিরে ফেলা হয়েছে গাজা, এক সপ্তাহে ১০ লাখ লোক বাস্তুচ্যুত

| সোমবার , ১৬ অক্টোবর, ২০২৩ at ৪:৩২ পূর্বাহ্ণ

গাজা উপত্যকা ঘিরে ফেলে তিন পথে হামলার প্রস্তুতি নিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ অঞ্চলটিতে নিরবচ্ছিন্ন বোমা হামলার মধ্যে সীমান্তে সামরিক স্থাপনা গঠন করা হচ্ছে। গাজার সীমানা ঘিরে ইসরায়েলি ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। মানবিক করিডোর চালু করে উত্তর থেকে দক্ষিণ গাজায় বাসিন্দাদের সরে যেতেও বলেছে দখলদাররা। গতকাল আল জাজিরার লাইভ আপডেট থেকে এসব তথ্য জানা গেছে। খবরে আরও বলা হয়েছে, গাজা ছাড়তে স্থানীয় বাসিন্দাদের ৩ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে দখলদাররা।

ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে গাজায় স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা চালানো হবে বলে হঁশিয়ার করেছে। গাজায় স্থল হামলা চালানোর সম্ভাবনার মধ্যে এ বিবৃতি দিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। তবে এ হামলা কবে, কখন শুরু হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু উল্লেখ করা হয়নি বিবৃতিতে। বিবিসি জানায়, বিবৃতিতে পরিষ্কার করে বলা হয়েছে যে, ইসরায়েলি বাহিনী প্রস্তুতি নিচ্ছে। এই অভিযান চালানো হবে বিস্তৃত পরিসরে এবং দীর্ঘ সময় নিয়ে। ইসরায়েল তাদের বিবৃতিতে আরও জানায়স্থল, আকাশ ও সমুদ্রপথে পুরোদস্তুর হামলার জন্য ব্যাপক মাত্রায় প্রয়োজনীয় রসদের দিকেই এখন সবচেয়ে বেশি মনোনিবেশ করা হচ্ছে।

ইসরায়েলের সেনাবাহিনী গত শুক্রবারেই উত্তর গাজার ১১ লাখ বাসিন্দাকে ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশের পর উত্তর গাজার হাজারো ফিলিস্তিনি ঘরবাড়ি ছেড়ে চলে গেছে। এদিকে একের পর এক বোমা হামলায় গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে ইসরায়েল। বন্ধ করে দিয়েছে পানি, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ।

অপরদিকে জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থার (ইউএনআরডব্লিউএ) যোগাযোগ পরিচালক জুলিয়েট তৌমা এএফপিকে বলেন, গাজায় সংঘাতের প্রথম সাত দিনে আনুমানিক এক মিলিয়ন (১০ লাখ) মানুষ এখন বাস্তুচ্যুত হয়েছে। গাজায় ইসরায়েলের টানা বোমা হামলায় সেখানকার জীবন কেমন হয়ে গেছে, তার হিমশীতল বিবরণ দেন জাতিসংঘের সংস্থাটির কর্মীরা। আজম নামে এক কর্মী ভয়েস নোটে তার সহকর্মীদের বলেন, কয়েকদিন ধরে গাজায় থাকার মানে টিকে থাকা, বেঁচে থাকা নয়। সাহায্য সংস্থাগুলো বলছে, অবরুদ্ধ উপত্যকায় পরিস্থিতি বিপর্যয়কর।

শেষ খবর পাওয়া পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় দুই হাজার ৩২৯ ফিলিস্তিনির প্রাণ গেছে। এর মধ্যে রয়েছে ৭২৪ শিশু। আর হামাসের হামলায় ২৮৬ সৈন্যসহ এজ হাজার ৩০০ ইসরায়েলির প্রাণ গেছে।

পূর্ববর্তী নিবন্ধসারা দেশে ডেঙ্গুতে দুই সপ্তায় মৃত্যু ১৮০
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সমন্বয়কারী অস্ত্রসহ গ্রেপ্তার