রাজবিলায় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে অপহরণের নাটক সাজিয়ে পালানো স্বামী রেথোয়াইনু মারমাকে (৪০) গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজবিলা পাহাড়ের অরণ্য থেকে স্থানীয়রা হত্যাকারীকে ধরে পুলিশে হস্তান্তর করে।
আইনশৃংখলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের থংজমা পাড়ায় একটি বাসা থেকে চিংমেনু মারমা (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে অপহরণ নাটক সাজিয়ে পালিয়ে যায় ঘাতক স্বামী। এ ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় হত্যাকারী স্বামীকে পাহাড়ের জঙ্গল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, স্ত্রীকে হত্যা করে অপহরণ নাটক সাজিয়ে পালিয়ে যাওয়া ঘাতক স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার বিষয়টি স্বীকারও করেছে সে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।