যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়ানোর অভিযানে নেমেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর বলি হতে হচ্ছে না দেশটিতে স্বেচ্ছা নির্বাসিত ব্রিটিশ যুবরাজ হ্যারিকে। খবর বিডিনিউজের।
দ্য নিউ ইয়র্ক পোস্ট পত্রিকাকে গত শুক্রবার দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিকে যুক্তরাষ্ট্র ছাড়া না করারই সিদ্ধান্ত জানিয়েছেন ট্রাম্প।
এর কারণ হিসেবে ট্রাম্প বলেছেন, আমি প্রিন্স হ্যারিকে তাড়াতে চাই না। তাকে আমি ছেড়ে দেব। তিনি (হ্যারি) এমনিতেই নিজের স্ত্রীকে (মেগান মার্কল) নিয়ে যথেষ্ট সমস্যায় আছেন। আর সমস্যা বাড়াতে চাই না। তার স্ত্রী ভয়ঙ্কর। যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পরই ট্রাম্প পূর্ব ঘোষণামতো দেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছেন। ইতোমধ্যে ভারতের ১০৪ জন নাগরিকসহ মেক্সিকো এবং ব্রাজিলেও বেশ কিছু অবৈধ অভিবাসী পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন।
এর অন্যতম কারণ ভিসা সমস্যা। ভিসা নিয়ে একই সমস্যায় আছেন ব্রিটিশ যুবরাজ প্রিন্স হ্যারিও। ২০২০ সালে হ্যারি এবং মেগান মার্কল ব্রিটিশ রাজপরিবার ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যান। ক্যালিফর্নিয়ায় থাকতে শুরু করেন তারা। পরে হ্যারির যুক্তরাষ্ট্রের ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। হ্যারির ভিসা নিয়ে হেরিটেজ ফাউন্ডেশনের অভিযোগ রয়েছে।