স্ট্যান্ডার্ড ব্যাংক এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

| মঙ্গলবার , ১১ জুন, ২০২৪ at ৮:২১ পূর্বাহ্ণ

শরি‘আহ্‌ ভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকার মধ্যে স্বাস্থ্যসেবা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংকের সকল কর্মকর্তাকর্মচারী, পরিচালক ও তাদের পরিবারবর্গ দেশের স্বনামধন্য এভারকেয়ার হাসপাতালে সকল প্যাথলজিক্যাল পরীক্ষা এবং কেবিন ও শয্যা ভাড়ায় বিশেষ মূল্যছাড় পাবেন।

গত ১০ জুন ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মোহন মিয়া এবং এভারকেয়ার হাসপাতাল ঢাকা’র ডিজিএম অ্যান্ড হেড অব কর্পোরেট মার্কেটিং এ. এম. আবুল কাশেম রনি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোঃ সিদ্দিকুর রহমান; এসইভিপি ও চিফ রেমিটেন্স অফিসার মোঃ মোশাররফ হোসাইন; ইভিপি ও সিএফও মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্ণাঢ্য আয়োজনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধপোর্ট সিটি ভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের চট্টগ্রাম আদালত পরিদর্শন