স্ট্যান্ডার্ড ব্যাংক এখন থেকে পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক

| সোমবার , ৪ জানুয়ারি, ২০২১ at ১১:৩৪ পূর্বাহ্ণ

নতুন বছর থেকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড’ একটি পূর্ণাঙ্গ ইসলামি ব্যাংক হিসেবে পরিচালিত হবে। যা সম্পূর্ণ শরি‘আহ্‌ এর ভিত্তিতে কার্যক্রম পরিচালনা করবে ব্যাংকটি। গত ২৯ ডিসেম্বর স্ট্যান্ডার্ড ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে সম্পূর্ণরুপে শরি‘আহ্‌- এর ভিত্তিতে কার্যক্রম পরিচালনার অনুমতি লাভ করে। এ উপলক্ষে ভার্চুয়াল প্লাটফর্মে এক দোয়া মাহ্‌ফিলের আয়োজন করে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র প্রাক্তন প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহম্মদ কেক কেটে নতুন যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক কুমার সাহা, পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, জাহেদুল হক, ফিরোজুর রহমান, এসএএম হোসাইন, মোহাম্মদ শামসুল আলম, মোহাম্মদ আবদুল আজিজ, ফেরদৌস আলী খান, কাজী খুররম আহমেদ, আবুল হোসেন, নজমুল হক চৌধুরী এবং নাজমুস সালেহীন, শরি‘আহ্‌ সুপারভাইজরি কমিটির সদস্য হাফিজ কাজী ইব্রাহিম ও ড. সাইফুল্লাহ্‌, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মোতালেব হোসেন ও রফিকুল ইসলাম, এসবিএল ইসলামি ব্যাংক কনভার্শন প্রজেক্ট কোঅর্ডিনেটর মোহন মিয়াসহ প্রধান কার্যালয়ের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন স্ট্যান্ডার্ড ব্যাংক শরি‘আহ্‌ সুপারভাইজরি কমিটির সদস্য হাফিজ কাজী ইব্রাহিম। অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকের সিএফও ও ভারপ্রাপ্ত কোম্পানি সেক্রেটারি আলী রেজা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচোরচক্রের সদস্য আটক
পরবর্তী নিবন্ধইপিজেড এলাকায় মাছের আড়তে আগুন