স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি মামুন উর রশিদের ইন্তেকাল

| সোমবার , ১১ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:১৮ পূর্বাহ্ণ

স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন উর রশিদ (৬৬) গতকাল রোববার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি …..রাজিউন)। মামুন উর রশিদ ন্যাশনাল ব্যাংকের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ইউসিবিএল ব্যাংকের ডিএমডি হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সর্বশেষ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি স্ত্রী ১ ছেলে, ১ মেয়ে ভাইবোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ঢাকার গুলশান সোসাইটি মসজিদ প্রাঙ্গনে বাদ এশা মরহুমের প্রথম জানাযা শেষে মরদেহ চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা গ্রামের ইলিয়াস খাঁর বাড়িতে নিয়ে আসা হবে। আজ সোমবার সকাল ১০ টায় বাদ জোহর ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মরহুম মামুন উর রশিদ কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ফজল আহমদের জ্যেষ্ঠ পুত্র। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআবদুস সত্তার সওদাগর
পরবর্তী নিবন্ধটিএসপি কমপ্লেক্সের সাবেক ব্যবস্থাপক সফিকুর রহমানের ইন্তেকাল