অক্সিজেন–হাটহাজারী সড়কটি চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। অক্সিজেন হয়ে হাটহাজারী সড়ক দিয়ে প্রতিদিন গুরুত্বপর্ণ দুটি পর্যটন জেলা রাঙামাটি ও খাগড়াছড়িসহ চারটি উপজেলার হাজার হাজার যানবাহন চলাচল করে। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অক্সিজেন থেকে হাটহাজারী পর্যন্ত দীর্ঘ ১২কিলোমিটার সড়কে প্রতিদিনের যানজটের চিত্র চোখে পড়ার মত। নিত্যদিনের যানজটে আটকা পড়ে মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই। এ থেকে রক্ষা পাওয়ার যেন কোনো উপায় নেই! চট্টগ্রামে বিভিন্ন সড়কে যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার হলেও এই সড়কের যানজট দিনদিন সীমা ছাড়িয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তাতেই থাকতে হচ্ছে যাত্রীদের।
অবশেষে চট্টগ্রামের এ গুরুত্বপূর্ণ সড়কটি প্রশস্ত করে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসনে উদ্যোগ নিতে যাচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। তারা বিষয়টি নিয়ে ইতোমধ্যে স্ট্যাডি শেষ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে বলে জানা গেছে।
সরেজমিনে দেখা গেছে, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাসহ ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, রাউজান এবং হাটহাজারীর যাত্রীসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী এ সড়ক দিয়ে প্রতিদিন যাতায়াত করেন। তারা হাটহাজারী জংশনে (উপজেলা সদরের গোলচত্বর এলাকায়) দীর্ঘ যানজটের ভোগান্তিতে পড়ে থাকেন। এই ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন আজাদীকে বলেন, আমরা হাটহাজারী জংশন থেকে অক্সিজেন পর্যন্ত ১২ কিলোমিটার সড়কে যানজট নিরসনের জন্য একটি স্ট্যাডি করেছি। এটি আমরা ঢাকায় পাঠিয়েছি। এই সড়কের যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণে একটি প্রকল্প নেয়া হবে। এছাড়াও হাটহাজারী জংশনে যানজট নিরসনের লক্ষ্যে অন্য একটি সংস্থা স্ট্যাডি করেছে।












