কাল স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো শুরু

| বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর, ২০২৩ at ৮:২৮ অপরাহ্ণ

স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো-২০২৩, মেন্টরস চট্টগ্রাম এবং উইনিং ম্যাগনিটিউডের উদ্যোগে মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শনিবার (৯ সেপ্টেম্বর) রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে শুরু হতে যাচ্ছে স্টাডি ইন মালয়েশিয়া এক্সপো।

মালয়েশিয়া এক্সপো প্রোগ্রামটি চলবে সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত। এতে অংশগ্রহণ করবে মালয়েশিয়ার শীর্ষস্থানীয় বেশকিছু বিশ্ববিদ্যালয় যেমন : টেইলর্স ইউনিভার্সিটি, সানওয়ে বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি (ওগট), ইউনিভার্সিটি অফ সাইবারজায়া, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশান (অচট)। এসব ইউনিভার্সিটির প্রতিনিধিগণ পরামর্শ এবং ভর্তি যোগ্যতা যাচাই করে স্পট এডমিশনের সুযোগ দিবেন।

ভর্তির যাবতীয় তথ্য, স্কলারশিপ সুবিধা এবং ভিসা প্রসেস সম্পর্কিত যাবতীয় তথ্য এই মেলায় জানা যাবে। মেলায় ইউনিভার্সিটির প্রতিনিধিবৃন্দ ছাড়াও উইনিং ম্যাগনিটিউড এবং মেন্টরস চট্টগ্রামের অভিজ্ঞ কাউন্সিলরগণ উপস্থিত থাকবেন। তারা আগ্রহী শিক্ষার্থীদের সকল ধরনের সার্বিক সহযোগিতা করবেন। এই শিক্ষা মেলা সবার জন্য উন্মুক্ত। আগ্রহীদের মেলায় আসার সময় যাবতীয় ডকুমেন্টের স্ক্যান কপি সাথে রাখার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন : ০১৭১৩২৪৩৪৩২, ০১৬৮৮৪৫৪৫৪৫।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ২০ হাজার ঘনফুট বালু জব্দ
পরবর্তী নিবন্ধনতুন ঘরে নতুন বউয়ের বদলে এলো দুই ছেলের কফিন