স্কেভেটর দিয়ে মাটি কাটায় দুইজনকে দেড় লাখ টাকা জরিমানা

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৫৯ পূর্বাহ্ণ

পটিয়ায় স্কেভেটর দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ জনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার সকালে উপজেলার কেলিশহরে স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় মো. শফি নামের এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগের দিন গত মঙ্গলবার উপজেলার দক্ষিণ কৈয়গ্রামে একইভাবে স্কেভেটর দিয়ে মাটি কাটার সময় আবদুল্লাহ আল মামুন নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় এ দুই ব্যক্তির কাছ থেকে আগামীতে আর স্কেভেটর দিয়ে মাটি না কাটার শর্তে মুচলেকা নেয়া হয়। পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দীন ভূঞা জনীর ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

এদিকে গতকাল বুধবার দুপুরে পটিয়া পৌরসদরের কামাল বাজারে বিভিন্ন সিগারেটের গায়ে সরকারি রাজস্বের সিলযুক্ত কাগজ না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করে একই ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী বলেন, স্কেভেটর দিয়ে যারাই পাহাড় ও কৃষি জমির মাটি কাটছে তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে। পটিয়ায় যেকোনো ধরনের অবৈধ মাটি কাটার বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের রায়ের কপি ভারত না পেলে এগোবে না পিকের মামলা
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় ইউপি সদস্যের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি