স্কুল শিক্ষিকার স্কুটি পোড়াল সন্ত্রাসীরা

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ১৩ জানুয়ারি, ২০২৪ at ৯:২৩ পূর্বাহ্ণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় মাধবছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিউলী চাকমার ব্যবহৃত স্কুটি পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার বিকেলে এমন তথ্য নিশ্চিত করেছেন জুড়াছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মোরশেদ আলম।

তিনি বলেন, বৃহস্পতিবার রাত ২টার দিকে উপজেলা পরিষদের মোহনা আবাসিক ভবনের ফ্লাটে কে বা কারা রাতে তালা ভেঙে শিক্ষিকা শিউলী চামার স্কুটি পুড়িয়ে দেয়। উক্ত ফ্লাটে দীর্ঘদিন ধরে মেয়েকে নিয়ে বসবাস করছিলেন ওই শিক্ষিকা।

শিক্ষিকা শিউলী বলেন, ঘটনার দিন আমরা রাঙামাটি জেলা সদরে এসেছিলাম। এমন ঘটনা কারা ঘটালো বুঝতে পারছি না।

জুরাছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিনষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধউখিয়ায় ঘর থেকে বের করে রোহিঙ্গা নেতাকে হত্যা
পরবর্তী নিবন্ধকোনো অবস্থাতেই পাহাড় কাটা যাবে না